নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার
ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য। এদিন সকাল ১০টা ৮ মিনিটে হয় ভূমিকম্প। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল
৫.২। তবে, ভূমিকম্প অনুভূত হলেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি। বিমান বন্দরস্থিত
আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের ঘোড়াশাল জেলায় ভূপৃষ্ট থেকে ৪৪.২ কিমি গভীরে
ছিল ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশে ওই ভূমিকম্পে ঘোড়াশাল ছাড়াও ঢাকা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ বিভিন্ন
রাজ্যে কম্পন অনুভব হয়েছে। তবে, সেখানেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি। প্রসঙ্গত,
ত্রিপুরা ভূমিকম্প প্রবণ রাজ্য হিসেবে পরিচিতি রয়েছে। ভূ-কম্পন হলেই মানুষ ভীষণ
আতঙ্কিত হয়ে পড়েন।
akb tv news
21.11.2025

