আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এটা নিজের জীবনের জন্য একটা মাইল ফলক।।মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    সোমবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে শিক্ষা দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে শারীর শিক্ষা ও শিক্ষক পদে অফার বিতরন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, শিক্ষা দফতরের সচিব রাবেল হমেন্দ্র কুমার, উচ্চ শিক্ষা দফতরের অধিকর্তা এন সি শর্মা, প্রাথমিক শিক্ষা বিভাগের পরিচালক রাজীব দত্ত ও এস সি ই আর টি’র পরিচালক এল.  ডারলং সহ আরও অনেকে।এদিন অনুষ্ঠানে মোট ১৫৭ জনকে অফার লেটার প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজকে যারা এখানে অফার লেটার পেয়েছেন আমি নিজের অনুভুতি  দিয়ে বলছি তাদের ভিতরে যে খুশির আমেজ সেটা কিন্তু সারা জীবন মনে থাকবে। এর থেকে আর আনন্দের কিছু হয় না। এটা নিজের জীবনের জন্য একটা মাইল ফলক। হয়তো বা আপনি আরও বড় অফিসার হবেন, আরও বড় কিছু হবেন, কিন্তু আজকের দিনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। 
     






    akb tv news 

    24.11.2025

    3/related/default