নিজস্ব প্রতিনিধিঃ
এবার শ্রমিকদের জন্য এক যুগান্তকারী
পদক্ষেপ নিল মোদী সরকার। কর্মীদের সুরক্ষা ও নিশ্চয়তার কথা ভেবে বড় সংস্কারের পথে
হাঁটল কেন্দ্র।শুক্রবার থেকে দেশ জুড়ে কার্যকর হয় নতুন চার লেবার কোড। ন্যুনতম বেতন থেকে গ্র্যাচুইটি-
সব ক্ষেত্রেই এবার নিশ্চিন্ত থাকতে পারবেন প্রায় ৪০০ মিলিয়ন কর্মী। কয়েক দশক পুরনো
শ্রম আইনকে এবার আরও আধুনিক করা হল। কোড চালু হওয়ার পর শ্রমিকরা কোন কোন ক্ষেত্রে
সুবিধা পাবেন, তা উল্লেখ করেছেন কেন্দ্রীয় মনসুখ মাণ্ডব্য।এদিন মন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে
লিখেছেন, “এটা কোনও সাধারণ পরিবর্তন নয়। শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী এক বড় পদক্ষেপ গ্রহন করেছেন। আত্মনির্ভর ভারত গঠনের পথে এক গুরুত্বপূর্ণ
পদক্ষেপ।” লেবার কোডের কথা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রীও। তিনি
লিখেছেন, “স্বাধীন ভারতে শ্রমিকদের জন্য সব থেকে বড় সংস্কার এই নতুন লেবার কোড।এতে
আমাদের শ্রমিকের আরও বেশি ক্ষমতা প্রদান করবে। ব্যবসার ক্ষেত্রেও সুবিধা হবে বলে প্রধানমন্ত্রী
উল্লেখ করেন।”
akb tv news
22.11.2025

