জিরানিয়া রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণ এসকফ বোতল উদ্ধার মামলায় পুলিশ এই মামলায় অন্যতম অভিযুক্ত অরুণ কুমার ঘোষকে কলকাতা থেকে ট্রানজিট রিমান্ডে মঙ্গলবার আগরতলায় নিয়ে এসেছে। দীর্ঘ তদন্ত ও গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দুই অভিযুক্তকে কলকাতা ও দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার কৃতদের নাম অরুণ কুমার ঘোষ ও হিমাংশু ঝা ওরফে সোনু । এই মামলায় অন্যতম মুল অভিযুক্ত অরুণ কুমার ঘোষকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছিল। অন্যদিকে, হিমাংশু ঝা-কে দিল্লি থেকে গ্রেফতার করা হয়। সোমবার দিল্লি থেকে আগরতলা নিয়ে আসা হয়েছে জিরানিয়া ফেন্সি কাণ্ডে ধৃত হিমাংশু ঝা ওরফে সোনুকে। উল্লেখ্য, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পূর্বে গ্রেফতার করা হয়েছে রাজীব দাশগুপ্তকে। ক্রাইম ব্রাঞ্চ মোট তিনজনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে জিরানিয়া এসকফ উদ্ধার কাণ্ডে এমনটাই জানিয়েছেন ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর রাহুল আলম ।
akb tv news
04.11.2025

