আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা যেন নির্ভুলভাবে পৌঁছায়, সে ব্যাপারে বিশেষ নজর দেওয়া হবে।। রাজ্যপাল।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    একদিনের সফরে মঙ্গলবার কৈলাসহরে যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। দিনভর তিনি কৈলাসহর মহকুমার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেন। সকাল সাড়ে দশটার দিকে রাজ্যপাল কৈলাসহরের সার্কিট হাউসে এসে কিছুক্ষণ বিশ্রাম নেন। দুপুর বারোটায় তিনি সার্কিট হাউস থেকে বের হয়ে প্রথমে যান সীমান্তবর্তী খাওরাবিল গ্রামের চৌদ্দ দেবতার মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর মন্দিরের নাটমন্দিরে স্থানীয় কৃষকদের সঙ্গে এক আলোচনা সভায় যোগ দেন। আলোচনা সভায় রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সেক্রেটারি উত্তম কুমার চাকমা, ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, পুলিশ সুপার সুধামবিকা আর, সহ আরও বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধি। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, কৈলাসহরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করে সীমান্তবর্তী মানুষের সঙ্গে সরাসরি কথা বলে জানতে চাইব, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন টয়লেট নির্মাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা গ্যাস সংযোগ, স্বাস্থ্যবীমা, কৃষকদের বীজ ও সার সরবরাহ এসব সুবিধা তাঁরা পাচ্ছেন কিনা। তিনি আরও জানান, সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা যেন নির্ভুলভাবে পৌঁছায়, সে ব্যাপারে বিশেষ নজর দেওয়া হবে। আলোচনার শেষে রাজ্যপাল দেবীপুর এলাকার আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেন। এরপর তিনি লাটিয়াপুরা গ্রামের বিএসএফের বিওপিতে (বর্ডার আউট পোস্ট) স্ব-সহায়ক গোষ্ঠীগুলোর স্টল ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। রাজ্যপালের এই সফরের শেষ পর্বে তিনি সফরিকান্দি গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন।









    akb tv news 

    04.11.2025

    3/related/default