নিজস্ব প্রতিনিধিঃ
জিরানিয়া ফেন্সি কাণ্ডে ধৃত মান্তনু সাহার আমতলী বাইপাস রোডের গোডাউনে
হানা দেয় বুধবার ক্রাইম ব্রাঞ্চ।হানা দিয়ে গোটা গোডাউনটি তল্লাসি করা হয়। এদিন আমতলি
থানার পুলিশও ক্রাইম ব্রাঞ্চ আধিকারিকদের সঙ্গে ছিলেন।প্রসঙ্গত, গত সোমবার রাজ্য পুলিশের
ক্রাইম ব্রাঞ্চ রাজধানীর হেরিটেজ পার্কস্থিত বাড়ি থেকে মান্তনু সাহাকে জিজ্ঞাসাবাদের
জন্য আটক করেছিল। এই মামলায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।এব্যাপারে ক্রাইম ব্রাঞ্চের
এক অফিসার জানান, আজ আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে এখানে এসেছি। জিরানিয়া কাণ্ডে জি আর
পি পি এসে দায়েরকৃত মামলায় বিভিন্ন জায়গায় আমরা তদন্ত করছি। মামলার তদন্তের স্বার্থে
মান্তনু সাহা নামে যে একজন গ্রেফতার হয়েছে, উনার একটি গোডাউন আছে বলে জানা গেছে। সেই
গোডাউনে আমরা আজ এসেছি। তদন্ত জারি রয়েছে বলে তিনি জানান।
akb tv news
12.11.2025

