নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার সন্ধ্যা রাতে নয়াদিল্লীর লালকেল্লার কাছে
বিস্ফোরণে আহতদের সঙ্গে বুধবার দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন দুপুরে
তিনি দিল্লির লোক নায়ক হাসপাতালে যান। সেখানে তিনি একে একে আহতদের সঙ্গে দেখা করেন।
তাদের সঙ্গে কথা বলেন। বুধবার সকালে ভুটান সফর সেরে দিল্লিতে ফেরেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। তারপরই প্রধানমন্ত্রী লোক নায়ক হাসপাতালে দেখা করতে যান আহতদের সঙ্গে।এদিনই
তিনি নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠকে যোগ দেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ এই বৈঠক।
প্রসঙ্গত, গত সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিষয় নিয়েই
আলোচনা হয় এই বৈঠকে। প্রধানমন্ত্রী
আগেই জানিয়েছিলেন যে এই বিস্ফোরণের পিছনে যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ
গ্রহন করা হবে।
akb tv news
12.11.2025

