নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের
আয়োজন করা হয়। সাংবাদিক
সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও কংগ্রেস বিধায়ক
সুদীপ রায় বর্মণ সহ দলের অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক
বলেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিন তিনটি খোলাসার
পর কারোর মনে কোন সন্দেহ নেই বর্তমান যে সরকার দেশে রাজত্ব করছে, এটি ভোট চুরির
মাধ্যমে সরকার, একটা বে-আইনি সরকার। মানুষের ভোটের মাধ্যমে সেই সরকার গঠিত হয়নি। ইলেকশন
কমিশনের সহযোগিতায় এবং ভোট চুরির প্রচ্ছন্ন মদতের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী
পদে ও বিজেপি দল আজ ক্ষমতাসীন। গনতন্ত্র আজ বিপন্ন বলে তিনি জানান।
akb tv news
08.11.2025

