নিজস্ব প্রতিনিধিঃ
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহধর্মিনী পাঞ্চালী ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার জিবি হাসপাতালে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা। হাসপাতালে গিয়ে তিনি শ্রীমতী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন যেন যথাযথভাবে চিকিৎসা পরিচালিত হয়। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি পাঞ্চালী ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও তাঁর পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।
akb tv news
08.11.2025

