আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজন্য আমলে রাজ দরবারেও কিন্তু গান বাজনা হত।। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রবিবার শহরতলীর নন্দনগর সেনপাড়া এলাকায় একশতম সাপ্তাহিক সংস্কৃতি হাট উদযাপন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে।বাংলা সংস্কৃতিক বলয়ের উদ্যোগে হয় এই অনুষ্ঠান। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী টিংকু রায়, বিধায়ক রতন চক্রবর্তী এবং বাংলা সংস্কৃতিক বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, বাংলা সংস্কৃতিক বলয় অনুষ্ঠানটি কিন্তু নিজেদের জন্য করছে না। যুব সমাজের সাংস্কৃতিক দিক দিয়ে বিকশিত হওয়ার যে বিষয়টি অনুভব করার প্রয়োজন , সেটা তারা অনুভব করেছে। আমাদের রাজন্য আমলেও আমরা সবাই জানি যে রাজন্য আমলে রাজ দরবারেও কিন্তু গান বাজনা হত। সেখানেও কিন্তু সংস্কৃতির একটা ধারাবাহিকতা ছিল বলে তিনি জানান। এদিন অনুষ্ঠানে জন সমাগম ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।  











    akb tv news 

    02.11.2025

     

    3/related/default