নিজস্ব প্রতিনিধিঃ
আগরতলার কলেজ টিলা এলাকা থেকে নেশা জাতীয় হেরোইন সহ ৪ জনকে গ্রেফতার করেছে
পূর্ব
থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ কলেজটিলা এলাকার দীপ্তনু সাহার
দোকানে হানা দিয়ে হেরোইন ও কফ সিরাপ সহ তাকে আটক
করে। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে থানার ওসি সুব্রত দেবনাথ জানান, শনিবার বিকেলে
আমাদের কাছে খবর আসে যে কলেজ টিলা এলাকায় একটি দোকানে হেরোইন ও কফ সিরাপ বিক্রি করা
হচ্ছে। সেই খবরের ভিত্তিতে এদিন বিকেলে পুলিশ
ওই দোকানে হানা দিয়ে ১৮০টি কোট্টা ও ২৮টি কফ সিরাপ উদ্ধার করেছে। এরপর দোকান মালিক
দীপ্তনু সাহাকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তিনজনকে আটক করেছে
পুলিশ। রবিবার ধৃত চারজনকে আদালতে হাজির করা হয়।
akb tv news
02.11.2025

