এডিসি পেনশন জটিলতা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য সরকারের যারা কর্মী, প্রতিটি কর্মীর রেকর্ড আমাদের সরকারের কাছে আছে। তাদের মধ্যে একজন লোকেরও পেনশন আটকে নেই। আমি তা নিশ্চিত ভাবে বলতে পারি। কারোর পেনশন আটকায় নি। সেক্ষেত্রে রাজ্য সরকারের দায়বদ্ধতা আছে বলে তিনি জানান। এডিসি পেনশন জটিলতা নিয়ে মন্ত্রী বলেন, রাজ্য সরকার চলে একটা নিয়মের মধ্যে। নির্দিষ্ট একটা আইন মেনে চলে। এক্ষেত্রে এডিসি যদি বলে থাকে যে কর্মীরা পেনশন পাচ্ছে না, রাজ্য সরকারের উপর দোষারুপ করছে।সেক্ষেত্রে রাজ্য সরকারের কোন দায়বদ্ধতা নেই। এডিসি’তে রাজ্য সরকারের যত কর্মী আছে, তারা রাজ্য সরকারের কাছ থেকে যা পাওয়ার তা সবকিছু পায় বলে তিনি জানান।
06.11.2025

.jpg)