আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    'বন্দে মাতরম'' গানের ১৫০ বছর পূর্তি রাজ্যেও উদযাপন করা হবে।। এনিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ

    সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'বন্দে মাতরম'' গানের ১৫০ বছর পূর্তি রাজ্যেও উদযাপন করা হবে। এনিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা দিলেন বার্তা।বার্তায় তিনি বলেন,বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'বন্দে মাতরম'' গান লক্ষ লক্ষ দেশবাসীকে ভারত মাতার সেবায় উদ্ভুদ্ধ করেছিল। 'বন্দে মাতরম'' গানের ১৫০ বছর আগে দেশ মাতৃকার বন্দনায় রচিত বিশ্ব সেরা মন্ত্র। লক্ষ লক্ষ ভারতবাসীকে 'বন্দে মাতরম'' দিয়েছিল মুক্তির উদ্দীপনা। আত্ম ত্যাগের প্রেরনা দিয়েছিল বলে মুখ্যমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন।২০২৫ সালের ৭ই নভেম্বর তাঁর সৃষ্টির 'বন্দে মাতরম'' এর ১৫০ বছর পূর্ণ হবে। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বানে এক বছর ব্যাপি সারা দেশ জুড়ে  বর্ষব্যাপী নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।










    akb tv news 

    06.11.2025

    3/related/default