আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কিয়োকুশিন ফুল কন্টাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশীপ-২০২৫ অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রবিবার রাজধানীর বিবেকানন্দ ব্যায়ামাগারে প্রথম ত্রিপুরা রাজ্য কিয়োকুশিন ফুল কন্টাক্ট ক্যারাটে  চ্যাম্পিয়নশিপ-২০২৫ অনুষ্ঠিত হয়।এই প্রতিযোগিতার সূচনা করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা জিমন্যাস্ট তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত দীপা কর্মকার ও স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত ঘোষ অন্যান্যরা।৬০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী আজকের এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে।একদিনেই প্রতিযোগিতা সম্পন্ন করার পর পুরস্কারও বিতরণ করা হয়।এদিন ক্যারাটে প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগী ও প্রতিযোগিনীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।  










    akb tv news 

    02.11.2025




    3/related/default