আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আন্তর্জাতিক সাহিত্য ঘরানা ও আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ এর মানভূম ভাষা আন্দোলনের বিজয় দিবস পালনঃ আরশিকথা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, আগরতলা, আরশিকথাঃ


    ১ লা নভেম্বর ২০২৫ পৃথিবীর প্রথম ও দীর্ঘ ভাষা আন্দোলন মানভূম ভাষা আন্দোলনের বিজয় দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক সাহিত্য ঘরানা উদযাপন করে মানভূম ভাষা দিবস। আন্তর্জাতিক সাহিত্য ঘরানার সভাপতি কামনা দেব বিশেষ কাজে রাজ্যের বাইরে থাকায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘরানার অন্যতম সহ সভাপতি কল্পনা দাস।বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সুভাষ সূত্রধর, সভাপতি মাতৃভাষা পরিষদ রাজ্য কমিটি এবং নাইনি মগ দেববর্মা ,ডি.এস.পি. প্রমুখ । প্রধানবক্তা ছিলেন ঘরানার মুখ্য উপদেষ্টা ড. আশিস কুমার বৈদ্য।


    অনুষ্ঠানে স্বরচিত কবিতা, গান ও শ্রুতি নাটক পরিবেশন করেন সংগঠনের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত শিল্পীরা। ছিলেন বিশ্বমৈত্রী সাংস্কৃতিক পরিবারের সংগীত শিল্পী নিরঞ্জন বিশ্বাস ও মহুয়া চক্রবর্তী সহ নৃত্যশিল্পী আম্রপালী গোস্বামী এবং সঙ্গীতারতি সঙ্গীত শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষা শীলা দাশগুপ্ত ও সংস্থার ছাত্রছাত্রীগণ। সবাই নিজ নিজ পরিবেশনায় উপস্থিত সবার মন জয় করেন। সংঙ্গীতারতির ছাত্রী শ্রাবণী সরকার একক ভাবে সংগীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। আমন্ত্রিত কবি শংকর সাহা , গোপা রায় , ঋতুপর্ণা ভট্টাচার্য , শিশু সংগীত শিল্পী সানভী দাস , সুপ্রভাত দেবনাথ তাদের সুন্দর পরিবেশনা অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেন।

    এদিন ঘরানার শিল্পীদের পরিবেশনাও ছিল মনোমুগ্ধকর। মানভূম আন্দোলন নিয়ে তথ্য মূলক আলোচনা করেন ড.আশিস কুমার বৈদ্য ও সুভাষ সুত্রধর।স্বাগত ভাষন ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  সংগঠনের যুগ্ম-সম্পাদক সসীম  আচার্য।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২রা নভেম্বর ২০২৫
     

    3/related/default