আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দ্রুত কার্যালয়টি সারাই করে রাজনৈতিক কর্মসূচি চালু করার আশ্বাস প্রদেশ কংগ্রেস সভাপতির।। AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ

    কয়েকদিন আগে বিশালগড়ে পুড়িয়ে দেওয়া কংগ্রেস অফিস রবিবার পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বিশালগড় বর্তমানে নেশার আঁতুর ঘরে পরিণত হয়েছে। বিশালগড়ে জরাজীর্ণ কংগ্রেস ভবনে কিছুদিন আগে রাতের অন্ধকারে নেশা কারবারিরা আগুন লাগিয়ে দেয়।ঘটনার পর রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা দলের সমর্থকদের নিয়ে কংগ্রেস ভবন পরিদর্শন করেন। দ্রুত কার্যালয়টি সারাই করে রাজনৈতিক কর্মসূচি চালু করবেন বলে কংগ্রেস সভাপতি আশ্বাস দেন। বিশালগড়ের মানুষ বর্তমানে আতঙ্কে রয়েছেন।তাই প্রশাসনের সাহায্য নিয়ে বিশালগড়কে সুন্দর ও স্বাভাবিক করে তোলার প্রতিশ্রুতি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি।  














    akb tv news 

    02.11.2025


    3/related/default