নিজস্ব প্রতিনিধি,
রবিবার
মান্দাই বিধানসভার ৩৫ নম্বর বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’
অনুষ্ঠান শ্রবণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠান শেষে মোট সাত পরিবারের
২৫ জন ভোটার তিপ্রা মথা ও সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। নবাগতাদের
হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে গ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক বিপিন
দেববর্মা। এদিকে, স্থানীয় সূত্রে জ্জানা গেছে, মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও কেন্দ্রীয়
নীতির প্রতি আস্থা বৃদ্ধির ফলেই এই যোগদান কর্মসূচি। এদিন মুখ্যমন্ত্রীকে কাছে
পেয়ে খুশি দলবদলকারীরা।
akb tv news
30.11.2025

