নিজস্ব প্রতিনিধি,
রবিবার ছিল প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানl
এদিন মান্দাই বিধানসভার ৩৫ নং বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান
‘মন কি বাত’ শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এদিন মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি
শোনেন এবং জনজাতি অংশের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।স্থানীয় জনগণের মধ্যে মুখ্যমন্ত্রীর
উপস্থিতি ব্যাপক সাড়া ফেলে। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় জনজাতি অংশের মানুষ
আপ্লুত। মন কি বাতের এই পর্বে প্রধানমন্ত্রী দেশের মানুষকে উদ্দেশ্য করে সংবিধান দিবসের
গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং বলেন, সংবিধান আমাদের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি।
পাশাপাশি ‘বন্দেমাতরম’ গান রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশবাসীকে শ্রদ্ধার সঙ্গে
স্মরণ করার আহ্বান জানান। তিনি রাম মন্দিরে ধর্মধজ আরোহণের বিষয়টি উল্লেখ করে সাংস্কৃতিক
ঐতিহ্যকে সমুন্নত রাখার বার্তা দেন। এছাড়াও প্রধানমন্ত্রী আইএনএস মাহে রণতরীর উদ্বোধনের
মাধ্যমে দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। প্রাকৃতিক কৃষি ও আধুনিক
মৌমাছি পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং কৃষকদের আয় বৃদ্ধি করার সম্ভাবনা
সম্পর্কে বলেন।এদিন মুখ্যমন্ত্রী বলেন, মন কি বাত অনুষ্ঠান শুনতে আজ মান্দাই বিধানসভার
৩৫ নং বুথে এসেছি। এই অনুষ্ঠানের জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব তিনি এত সুন্দর
সুন্দর বিষয় আমাদের সামনে রাখেন। শুধু ভারতবর্ষ না সারা পৃথিবী যেন একটা জায়গায় চলে
আসে বলে তিনি জানান।
akb tv news
30.11.2025

