আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বীরচন্দ্র লাইব্রেরীর সামনে জমা জলে জনমনে ক্ষোভ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বীরচন্দ্র স্টেট  সেন্ট্রাল লাইব্রেরী, রাজ্যের প্রধান লাইব্রেরী । কিন্তু এই লাইব্রেরীর সামনে অনেক দিন ধরে জল জমে কার্যত পুকুরের মত হয়ে আছে।  বর্ষা শেষে শীত কড়া নাড়ছে দোরগোড়ায়। শীতের মরশুমেও  বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীতে যেতে হচ্ছে  জমা জলের  মধ্য দিয়েই । দীর্ঘদিন ধরে এই   লাইব্রেরীর সামনে  জল জমে থাকায় ক্ষুব্ধ হয়ে আছে লাইব্রেরীতে যাওয়া আসা করা বিভিন্ন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন বয়সের লোকরা। স্বভাবতই প্রশ্ন উঠছে কেন এই অসময়ে জল? তার উৎসই বা কি  ? তবে এই জমা জলে ছোট ছোট মাছের দল  আছে  বেশ স্বাচ্ছন্দে।  জানা গেছে লাইব্রেরী কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ করেও এই সমস্যার সমাধান করতে পারছে না। ফলে বৃহস্পতিবার সাংবাদিকদের দেখে লাইব্রেরীতে পত্রিকা পড়তে আসা বয়োজ্যেষ্ঠরা ক্ষোভে ফেটে পড়েন । পাশাপাশি সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ জানান অবিলম্বে যেন এই সমস্যা সমাধান করা হয়।  










    akb tv news 

    27.11.2025

    3/related/default