নিজস্ব প্রতিনিধিঃ
এবার আন্তর্জাতিক ক্ষেত্রে বিরল সম্মান পেলেন
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা
সংস্থা – ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্সের
২০২৬ সালের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি।১৯৯৫ সালে প্রতিষ্ঠিত
IDEA বিশ্বজুড়ে গণতান্ত্রিক পরিকাঠামো এবং নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করার চেষ্টা
করে। আগামী তেসরা ডিসেম্বর সুইডেনের স্টকহোমে কাউন্সিল অফ মেম্বার স্টেটসের বৈঠক অনুষ্ঠিত
হবে। বর্তমানে ৩৫টি দেশ এই সংস্থার সদস্য। সেখানেই আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব
নিতে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।ভারতের মুখ্য নির্বাচন কমিশনার
এই সংস্থার শীর্ষ পদে বসার অর্থ,ভারতীয় গণতন্ত্র এখনও বিশ্ববন্দিত। ভারতের নির্বাচন
কমিশন বিশ্বের অন্যতম বিশ্বাস যোগ্য হিসাবে স্বীকৃত।ঠিক যে সময় দেশের নির্বাচন কমিশন
বিরোধীদের নানা প্রশ্নে জর্জরিত। যে সময় বিরোধীরা দেশের ভোটার তালিকা তৈরি থেকে শুরু
করে গোটা নির্বাচন প্রক্রিয়াকেই কাঠগড়ায় তুলছে, সে সময় এই স্বীকৃতি বেশ তাৎপর্যপূর্ণ।
akb tv news
27.11.2025

