আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কার্তিক ঠাকুরের পূজাকে কেন্দ্র করে জমে উঠেছে পূজার বাজার।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ 

    কথিত আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। প্রতিটা পার্বণই বাঙালি ঘটা করে পালন করে থাকে। তবে দেবী দুর্গা এবং শিব পুত্র কার্তিকের পূজা খুবই কম সংখ্যক হয়ে থাকে। একটা সময় ছিল যখন ঘরে ঘরে পূজিত হতেন কার্তিক।হিন্দুরা বিশ্বাস করতেন, কার্তিকের পুজো করলে পুত্র সন্তান লাভ হয়। কার্তিক ঠাকুর ধন এবং সংসারের শ্রীবৃদ্ধিরও দেবতা। এই দেবতার আরাধনায় সংসারের বিভিন্ন সময় সফলতা প্রাপ্ত হয়ে থাকে এবং আয়ের ক্ষেত্রেও উন্নতি হয়ে থাকে।এদিকে লক্ষ্য রেখেই পূজিত হতেন কার্তিক। বর্তমান যুগে অনেকটাই কম দেখা যায় কার্তিক পূজা। মূলত কার্তিক মাসের শেষ দিনই কার্তিক পুজো হয়ে থাকে। সেই সূত্রে এবছরও তার অন্যথা নয়। কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ আগামীকাল সোমবার পুজিত হবেন কার্তিক ঠাকুর। কার্তিক পুজো সূর্যের গতির উপর নির্ভরশীল। সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে যায়, সেই দিন, অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনই কার্তিক পুজো করা হয়। এই পুজাকে কেন্দ্র করে  রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজারে মৃৎশিল্পীরা কার্তিক মূর্তি নিয়ে বসেছেন। এক মৃৎশিল্পী জানান, আগে কার্তিক পূজিত হত অনেক বেশী। বর্তমানে অনেকটাই কমে গেছে কার্তিক পূজা।
     













    akb tv news 

    16.11.2025

    3/related/default