নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বিধায়ক উন্নয়ন
তহবিল থেকে উত্তর বনমালীপুর ইয়ংস কর্নার ক্লাবকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়।অ্যাম্বুলেন্স
প্রদান অনুষ্ঠানে বিধায়ক গোপাল রায় ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ ক্লাব
কর্মকর্তারা। প্রসঙ্গত, বনমালীপুর কেন্দ্রে এই নিয়ে দশটি অ্যাম্বুলেন্স প্রদান করেন
কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে এই অ্যাম্বুলেন্সটি
ক্রয় করা হয়েছে। এই এলাকায় অ্যাম্বুলেন্সের অভাব ছিল। সেই দিকটি লক্ষ্য রেখে ইয়ংস কর্নার ক্লাব কর্তৃপক্ষ
বিধায়কের কাছে একটি এম্বুলেন্সের দাবি করেছিলেন। আজ সেই দাবি পূরণ হল।অ্যাম্বুলেন্স
প্রদান করে মানব সেবায় এই এম্বুলেন্সটিকে কাজে লাগানোর কথা বলেন বিধায়ক।
akb tv news
16.11.2025

.jpeg)