আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পুর নিগমের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ কাউন্সিলিং বৈঠক অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আগামী ২০ বছরের জন্য আগরতলা স্মার্ট সিটিকে আরো কিভাবে উন্নত করা যায়, সেই বিষয়টি সামনে রেখে বৃহস্পতিবার পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ কাউন্সিলিং বৈঠকের আয়োজন করা হয়।আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ সকল ওয়ার্ডের কর্পোরেটররা।এদিন সকল কাউন্সিলর ও নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বৈঠক।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান, আগরতলা পুর নিগমের বিশেষ সভায় মূলত দুটি বিষয়ের উপর আজ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত, বৃহত্তর আগরতলার জন্য যে প্ল্যান করা  হয়েছে সেবিষয় নিয়ে আজ কাউন্সিলরদের সঙ্গে মত বিনিময় করা হয়েছে। আরেকটি হচ্ছে আগরতলা শহরকে বর্ধিত করা, আগামী ২০ বছরকে সামনে রেখে যে মাষ্টার প্ল্যান করা হচ্ছে তা নগরোন্নয়ন দফতর থেকে তৈরি করা হচ্ছে টোডার মাধ্যমে বলে জানান মেয়র।












    akb tv news 

    20.11.2025


    3/related/default