নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার দুপুরে দিল্লি থেকে আগরতলায় আসেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন।এদিন এম বি বি বিমান বন্দরে অবতরণ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,আমরা একই বিষয় বিভিন্ন জায়গায় বলছি। আজ তিপ্রাসা একা নয়। আজ তিপ্রাসার সঙ্গে নাগা, গারু, অরুনাচলিষ্ট ও মনিপুরীরা দাড়িয়েছে। আমরা আজ একা নই। আমি ব্র্যান্ডকে ভালবাসি না । আমার দেশ, আমার উত্তর-পূর্বাঞ্চল ও আমার লোকজন হল আমার ব্র্যান্ড। আমি আমার লোকজন ও সম্প্রদায়কে ভালবাসি বলে তিনি জানান।
05.11.2025

