আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিভিন্ন রাজনৈতিক দলের নামের আড়ালে দূর্বৃত্তরা হামলা গুলো সংঘটিত করছে।। প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বিভিন্ন রাজনৈতিক দলের নামের আড়ালে দূর্বৃত্তরা রাজ্যে হামলাগুলো করছে। রাজনৈতিক পতাকার আড়ালে লুকিয়ে থাকা এসব হামলাকারীদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, দূর্বৃত্তদের কখনো রাজনৈতিক ধর্ম নেই। শনিবার রাজ্যে ফিরে এসেই  মথার দলীয় কার্যালয়ে ধারাবাহিক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।  এদিন প্রদ্যোত বলেন, গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বেশ কিছু জায়গায় তিপরা মথার অফিসে হামলা চালানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে এবং আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। শুধু সংগঠনের অবকাঠামোই নয় মাঠে কাজ করা সাধারণ কর্মীরাও বারবার আক্রমণের শিকার হচ্ছেন। কিন্তু রাজ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় তিপরা মথাকে দায়ী করা হচ্ছে। তাঁর প্রশ্ন, মথার কর্মীরা দলীয় কর্মীদের আক্রমণ করবে কেন বা দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেবে কেন। যারা মথার কর্মীদের আক্রমণ করছে তাঁদের অতিসত্বর গ্রেফতার করা দরকার। কারণ তাঁরা সকলেই দূর্বৃত্ত। তিনি আরও দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের নামের আড়ালে দূর্বৃত্তরা হামলাগুলো সংগঠিত করছে। রাজনৈতিক পতাকার আড়ালে লুকিয়ে থাকা এসব হামলাকারীদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। প্রদ্যোত স্পষ্টভাবে বলেন, দূর্বৃত্তদের কখনো রাজনৈতিক ধর্ম নেই। হামলাকারীদের গ্রেফতার করে আইনগত প্রক্রিয়ার আওতায় আনার অনুরোধ জানান। আর তাদের রাজনৈতিক নিরাপত্তা দেওয়া উচিত নয়। এদিন তিনি দলের মন্ত্রী অনিমেষ দেববর্মার স্বরাষ্ট্র দফতরের কথা উল্লেখ প্রসঙ্গে বলেন তিনি এ বিষয়ে কথা বলবেন তবে তিনি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেই পারেন। এমন কি এক ধাপ এগিয়ে তিনি আরও বলেন তিনি নিজেও বলেছেন ত্রিপ্রাসা মুখ্যমন্ত্রীর কথা। তবে যা হবে জনগণের উন্নতির জন্যই সব । আগামী ২৭ তারিখ তাদের রেলির প্রসঙ্গও এদিন উল্লেখ করেন তিনি। 














    akb tv news 

    22.11.2025

    3/related/default