নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার
আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ত্রিপুরার বার কাউন্সিলে নতুন নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেটদের
মধ্যে নিয়োগ সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট জেনারেল শক্তিময়
চক্রবর্তী, বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত, সিনিয়র আইনজীবী পিকে বিশ্বাস, পিকে
ধর,পিকে পাল ও কে এন ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে ৪২০ জন নতুন আইনজীবীর
হাতে নিয়োগ সনদ প্রদান করা হয়। ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিলের এক সদস্য বলেন,
আজকের দিনটি আইনজীবিদের জন্য একটি ঐতিহাসিক দিন। আজ প্রথমবারের মত একসাথে মোট ৪২০
জন আইনজীবীকে ত্রিপুরা বার কাউন্সিলের তরফ থেকে সনদ প্রদান করা হয়েছে। নতুন
আইনজীবীদের এই সনদ অন্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে লাইসেন্স নিয়ে প্রশিক্ষণ শুরু
করতে পারবেন তাঁরা।
akb tv news
22.11.2025

