আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মহাকরণে এক অনুষ্ঠানের মাধ্যমে “বন্দে মাতরম’’ সংগীতের ১৫০ বর্ষপূর্তি উদযাপন।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ৭ই নভেম্বর “বন্দে মাতরম’’ সংগীতের ১৫০ বর্ষপূর্তি।এদিন মহাকরনে এক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের মুখ্য সচিব যে কে সিনহা ও মুখ্যমন্ত্রী দফতরের সচিব প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানের প্রথমে ভারত মাতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা। এরপর সকলের সঙ্গে “বন্দে মাতরম’’সংগীত গাইলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, ১৮৭৫ সালের ৭ই নভেম্বর অক্ষয় নবমীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই “বন্দে মাতরম’’সংগীত রচনা করেন। ১৮৯৬ সালে কলকাতার গুরুদেব রবীন্দ্র নাথ ঠাকুর জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন, সেই অধিবেশনে তিনি এই রাষ্ট্রীয় গানটি গেয়ে শুনান। পরবর্তী সময়ে বন্দে মাতরমের যে দুটি স্তবক জাতীয় কংগ্রেসের নিয়মিত বৈঠকে গাওয়া হত বলে তিনি জানান।

     









    akb tv news 

    07.11.2025


    3/related/default