আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ১লা ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১লা ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। তা চলবে আগামী ১৯শে ডিসেম্বর পর্যন্ত।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকারের পাঠানো শীতকালীন অধিবেশনের প্রস্তাবনায় সম্মতি জানালেন। এরপর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু সংসদের অধিবেশন শুরুর কথা ঘোষণা করেন।গণতন্ত্রকে মজবুত করতে এবং দেশের মানুষদের প্রত্যাশা পূরণে গঠন মূলক হবে এই অধিবেশন, এমনটাই আশা সরকারের।প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশন উত্তাল হয়েছিল একাধিক ইস্যুতে।গত ২২শে এপ্রিল পহেলগাম হামলার জবাবে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হয়েছিল সংসদে। কেন্দ্র ও বিরোধীদের মধ্যে তরজা তুঙ্গে ওঠে। পাশাপাশি এসআইআর ইস্যু নিয়েও উত্তাল হয়েছিল অধিবেশন। বিহারে এসআইআরের বিরোধিতা করে আলোচনার দাবি করেছিল বিরোধীরা।সেই নিয়ে দফায় দফায় সংসদ অধিবেশন মুলতুবিও হয়েছিল বলে জানা গেছে।

     









    akb tv news 

    08.11.2025


    3/related/default