আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজধানীর পুরনো মোটর স্ট্যান্ডের পেট্রোল পাম্পটি খুলে দেওয়ার নির্দেশ পশ্চিম জেলা প্রশাসনের।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ফের আগরতলার পুরনো মোটর স্ট্যান্ডস্হিত পেট্রোল পাম্পটি চালু করার অনুমতি দিল পশ্চিম জেলা  প্রশাসন। উচ্চ আদালতের হস্তক্ষেপে ২৪.১০.২৫ তারিখের নির্দেশ খারিজ করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তর থেকে জারি করা নির্দেশ অনুসারে পুনরায় আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ডে অবস্থিত এমএস বিশ্বাস অ্যান্ড সন্স পেট্রোল পাম্প পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, গত ৭.১০.২৫ তারিখে উচ্চ আদালত রিট পিটিশন চলাকালীন ‘অনাপত্তি পত্র’ বাতিল করার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু উচ্চ আদালতের নির্দেশকে অমান্য করে ২৪.১০.২০২৫ তারিখে ওই পেট্রোল পাম্পটি বন্ধ করে সিল করে দেয় সদর মহকুমা প্রশাসন। তাই উচ্চ আদালতে এমএস বিশ্বাস এ্যান্ড সন্স – এর পক্ষের আইনজীবী জেলা প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ আনে। আদালতের নির্দেশে ১৫ই  নভেম্বর শনিবারের একটি বিজ্ঞপ্তিতে এই আদেশ প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সদর মহকুমার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এবং পেট্রোল পাম্পের ডিলারের উপস্থিতিতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ মেনে পাম্পটি অবিলম্বে খুলে দিতে হবে।

     














    akb tv news 

    16.11.2025


    3/related/default