নিজস্ব প্রতিনিধিঃ
মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সৌদি আরবে। মক্কা
থেকে মদিনা যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে
৪২ জন ভারতীয় উমরাহ যাত্রীর। রবিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে সৌদি আরবের মুফরিহাটে। মৃত ৪২
জন হায়দরাবাদের বাসিন্দা বলে জানা গেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও বহু তীর্থযাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয়
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মুফরিহাটের কাছে
একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির।
সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই বাসে ঘুমোচ্ছিলেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। রাতভর চেষ্টার পর বাসের আগুন
নিভিয়ে উদ্ধার করা হয় ঝলসে যাওয়া মৃতদেহ গুলি। প্রাথমিক ভাবে জানা গেছে, মৃতদের মধ্যে
বেশিরভাগই মহিলা ও শিশু।
akb tv news
17.11.2025

