নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপুরার পর্যটন খাতে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে “মাতাবাড়ি ট্যুরিস্ট সার্কিট” গঠনের প্রস্তাব নিয়ে ডোনারমন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়ার সঙ্গে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৈঠকে আগরতলা, নীরমহল, সিপাহীজলা, উদয়পুর, ছবিমুড়া এবং ডম্বুরকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত পর্যটন সার্কিট গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়। বুধবার সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এই সার্কিটের মাধ্যমে ত্রিপুরার বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরা হবে। বৈঠকে ডোনারমন্ত্রী প্রস্তাবটির প্রতি ইতিবাচক সাড়া প্রদান করেন এবং সার্কিটের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ত্রিপুরার পর্যটন পরিকাঠামো আরও শক্তিশালী হবে, স্থানীয়দের কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে এবং উত্তর-পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য হিসেবে ত্রিপুরার অবস্থান আরও সুদৃঢ় হবে।
akb tv news
12.11.2025

