নিজস্ব প্রতিনিধিঃ
সম্পন্ন হল বিহারের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার ছিল
বিহারে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। আর দ্বিতীয় দফার ভোট ছাপিয়ে গেল প্রথম
দফাকেও। প্রথম দফায় ভোট পড়েছিল ৬৪.৬৬ শতাংশ। তবে দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬৭.১৪
শতাংশ। এদিন একাধিক প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে। এবার পালা ফলাফলের। যা
প্রকাশিত হবে আগামী ১৪ই নভেম্বর।দ্বিতীয়
দফায় সবথেকে বেশি ভোট পড়েছে বিহারের কিষাণগঞ্জে। সেখানে ভোট দিয়েছেন ৭৬.২৬ শতাংশ
মানুষ। এরপরই রয়েছে কাটিহার। সেখানে ভোট পড়েছে ৭৫.২৩ শতাংশ ভোট। পূর্ণিয়াতে
পড়েছে ৭৩.৭৯ শতাংশ ভোট। অন্যদিকে কম ভোট পড়েছে পূর্ব চম্পারনে। সেখানে পড়েছে
৬৯.৩১ শতাংশ ভোট। রাহতাসে পড়েছে ৬০.৬৯ শতাংশ ভোট। মধুবনীতে ভোট পড়েছে ৬১.৭৯
শতাংশ ভোট, আরওয়ালে পড়েছে ৬৩.০৬ শতাংশ ভোট। তবে সবথেকে কম ভোট পড়েছে নওয়াদায়।
সেখানে ভোট পড়েছে ৫৭. ১১ শতাংশ।
akb tv news
12.11.2025

