বর্তমানে রাজধানীর আই এল এস হাসপাতালে চিকিৎসাধীন সাংসদ রাজীব ভট্টাচার্য। শনিবার উনাকে দেখতে হাসপাতালে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সেখানে গিয়ে তিনি শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে তড়িঘড়ি এঞ্জিওপ্লাস্টির পরামর্শ দেন। হৃদযন্ত্রে ব্লকেজ থাকায় এঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। এঞ্জিওপ্লাস্টির পর বর্তমানে তাঁকে আইসিইউতে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে। শনিবার তাঁকে দেখতে হাসপাতালে যান সাংসদ বিপ্লব কুমার দেব। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমানে সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। সকালে জল খাবারও খেয়েছেন তিনি। কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে পুনরায় দলের কাজে যোগ দিতে পারবেন। কিন্তু দূর্ভাগ্যের বিষয় হল, বাবার অসুস্থতার খবর শোনে তড়িঘড়ি আসতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়ে ছোট মেয়ে। তাঁর হাতে গুরুতর আঘাত লাগে বলে তিনি জানান। এদিন সাংসদ রাজীব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যান কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় ও বিজেপি দলের সাধারন সম্পাদক ভগবান দাস।
22.11.2025

