নিজস্ব প্রতিনিধি,
ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে লন্ডভন্ড শ্রীলঙ্কা। ইতিমধ্যে দ্বীপরাষ্ট্রে কমপক্ষে ৩৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। অপারেশন ‘সাগর বন্ধু’র মাধ্যমে ভারতীয়দের সকলকে শ্রীলঙ্কা থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। সেই সঙ্গে বিপুল ত্রাণ পাঠানোরও ব্যবস্থা করছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে বিধ্বস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবরকম ভাবে পাশের থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।সোমবার দিশা নায়েকের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্যোগের জেরে শ্রীলঙ্কায় বহু মানুষের মৃত্যু হয়েছে। গোটা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে এও জানিয়েছেন, এই সংকটের মুহূর্তে শ্রীলঙ্কার জনগণের পাশে রয়েছে ভারত। অন্যদিকে, বিপর্যস্ত শ্রীলঙ্কায় ইতিমধ্যেই বিপুল পরিমাণ ত্রাণ পাঠিয়েছে নয়াদিল্লি। কঠিন সময়ে ভারত যেভাবে সহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন দিশানায়েক। শ্রীলঙ্কায় এই দুর্যোগের পরই নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডলে বিশেষ বার্তা দিয়েছিলেন। সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। এবার দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তিনি ফোনে কথা বললেন।শ্রীলঙ্কার ভারতীয় হাই কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, রবিবারই কলম্বোয় পৌঁছে গিয়েছে ভারতের NDRF,HADR-এর মত উদ্ধারকারী দলগুলি। পুত্তালম এবং বাদুল্লা এলাকায় কাজ করছে এনডিআরএফ। অন্যদিকে, ত্রাণ পৌঁছে দিতে গিয়ে ভেঙে পড়েছে শ্রীলঙ্কা বায়ুসেনার একটি কপ্টার। পাইলটের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও পাঁচজন।
akb tv news
02.12.2025

