নিজস্ব প্রতিনিধি,
সংসদের শীতকালীন অধিবেশনের মধ্যেই কার্যত
নির্বাচনী প্রস্তুতির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে
দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে বৈঠকে বসেন বাংলার বিজেপি সাংসদরা। আসন্ন ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই বৈঠককে
অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে।সূত্রের খবর,
দিল্লির এই বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বাংলার সাংসদদের জানিয়ে দেন যে,
রাজ্যের দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি এবং অপরাধের বিরুদ্ধে বিজেপি-র লড়াই আরও
শক্তিশালী করতে হবে। তাঁর কথায়, “আপনারা অনেকদূর এগিয়ে গিয়েছেন। এই লড়াই থামানো
যাবে না। নিশ্চিত করতে হবে যেন বিধানসভা নির্বাচনে জয় আমাদেরই হয়।” রাজ্যে শাসক দল
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বরাবরই সরব বিজেপি। সেই লড়াইকে ‘সঠিক পথে এগোচ্ছে’ বলে
প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে সাংসদ খগেন মুর্মুর উপর
সাম্প্রতিক হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।এই মুহূর্তে
লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে বিজেপি-র ১২ জন সাংসদ ও রাজ্যসভায় ২ জন সদস্য রয়েছেন।
সকলে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে হাজির ছিলেন বলেই জানা গিয়েছে।

