নিজস্ব প্রতিনিধি,
মণিপুরের সেনাপতি জেলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার ছয়টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন এবং পাঁচটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উদ্বোধিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ২৫ কোটি টাকা ব্যয়ে একটি মডেল রেসিডেন্সিয়াল স্কুল, ১০ কোটি টাকা ব্যয়ে দুটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উন্নত করা এবং ১১ কোটি টাকা ব্যয়ে দুটি বেইলি ব্রিজ নির্মাণ । এছাড়া প্রকল্পগুলোর মধ্যে আছে ছাত্রী ও ছাত্র হোস্টেল, পুলিশি ও জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সম্প্রদায় ও উপজাতি, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ। সেনাপতি জেলা সদর পৌঁছানোর পর রাষ্ট্রপতি অভ্যন্তরীণভাবে স্থানান্তরিত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি মারাম উপজাতির নেতার সঙ্গেও সাক্ষাৎ করেছেন, যা মণিপুরে বিশেষভাবে সংবেদনশীল উপজাতি হিসেবে চিহ্নিত। প্রসঙ্গত, রাষ্ট্রপতি বলেন, পিএম উদ্যোগের আওতায় সহ উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য একাধিক কর্মসূচি চালানো হচ্ছে। এটি তাদের জীবনের মান উন্নত করবে। তিনি উল্লেখ করেন, মণিপুরের উপজাতিদের মর্যাদা, নিরাপত্তা এবং সুযোগের প্রসার জাতীয় অগ্রাধিকার। রাষ্ট্রপতি আরও বলেন, মণিপুরের শক্তি এর বৈচিত্র্য, সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যে নিহিত। পাহাড় ও উপত্যকা একে অপরের পরিপূরক এবং সমস্ত সম্প্রদায়কে শান্তি ও পুনর্মিলনের জন্য একে অপরকে সমর্থন করার আহ্বান জানান। মণিপুরে দুই দিনের সফরে রাষ্ট্রপতি গতকাল ইম্ফালে পৌছান। তিনি সেখানেও ১,৩৮৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিন ৮৬তম নুপি লাল দিবস উপলক্ষে নুপি লাল মেমোরিয়াল কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেনাপতি জেলার উদ্দেশে যাত্রা করেন।
akb tv news
12.12.2025

