১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০ ঘটিকায় স্রোত পরিবার, হালাইমুড়া, কুমারঘাট, ঊনকোটি ত্রিপুরায় "মাসিক স্রোত সংবাদ প্রকাশ ও স্বজন উৎসব :২০২৫" উপলক্ষে অনুষ্ঠানের এক পর্বে প্রকাশনা মঞ্চের সদস্যদের নিয়ে একটি বিশেষ মত বিনিময় সভা হবে।এতে সকল প্রকাশনা মঞ্চের সদস্য সদস্যাদের এবং স্রোত পরিবারের সকল শুভানুধ্যায়ীদের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছেন কবি গোবিন্দ ধর।
অনুষ্ঠানে প্রকাশিত হবে মাসিক স্রোত সংবাদ এর দ্বাদশ সংখ্যা। উপস্থিত থাকার কথা রয়েছে কবি প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন,কবি মিলনকান্তি দত্ত,ত্রিপুরা সরকারের পুরস্কার প্রাপ্ত গল্পকার পারিজাত দত্ত, কবি নির্মল দত্ত এবং সংগীতশিল্পী সুমিতা তালুকদার। তিনি স্রোতের থিম সংগীতের সুরকার। তিনি এবং তার সহযোগীরা অনুষ্ঠানে স্রোতের থিম সংগীত পরিবেশন করবেন। তাছাড়াও আগরতলা থেকে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী কাকলি দত্ত,সুমিতা দেব, তন্ময় সেন,বিপ্লব চন্দ,কবি ভুলুকুমার দেববর্মা।উপস্থিত থাকবেন সংগীতশিল্পী ও সুরকার পাপিয়া ভৌমিক, অনিতা ভট্টাচার্য,কবি নিবারণ নাথ, মন্টু দাস, রতন চন্দ, হারাধন বৈরাগী, মধুমিতা ভট্টাচার্য, জয়ত্রী চক্রবর্তী, দিব্যেন্দু নাথ,সন্ধ্যা দেবনাথ, জগদীশ দেবনাথ, রঞ্জিত চক্রবর্তী, উমা শীলসহ স্রোত পরিবারের স্বজন-বান্ধবেরা।
অনুষ্ঠানে মাসিক স্রোত সংবাদ ছাড়াও কবি গোবিন্দ ধরের তিনটি এক পঙক্তির কাব্য সংকলন দ্রোহব্রীজ, দ্রোহকাল ও দ্রোহ প্রকাশিত হবে। এছাড়াও তীর্থ ভ্রমণের ডাইরি অনিলকুমার চক্রবর্তীর দক্ষিণ ভারত ভ্রমণের গ্রন্থ প্রকাশিত হবে। অনুষ্ঠানে মাসিক স্রোত সংবাদ দ্বাদশ সংখ্যার সকল সম্মানিত লেখকদের লেখক সম্মানিক ও স্বজন সম্মাননা প্রদান করা হবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৩ই ডিসেম্বর ২০২৫

