আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কেবলমাত্র শান্তির পথ ধরেই বিশ্বের বিকাশ সম্ভব ll প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    বর্তমানে ভারত সফরে আছেন ভ্লাদিমির পুতিন l ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার ভারত সফরে এলেন তিনি। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধের আবহে ভারত মোটেই নিরপেক্ষ নয়। সেই সঙ্গে নেতা পুতিনের ভূয়সী প্রশংসা করেন ‘বন্ধু’ নরেন্দ্র মোদি।শুক্রবার পুতিনের পাশে বসে প্রধানমন্ত্রীর বার্তা, কেবলমাত্র শান্তির পথ ধরেই বিশ্বের বিকাশ সম্ভব।২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে মোদি-পুতিনের। নানা আন্তর্জাতিক ফোরামে সাক্ষাৎ হয়েছে। রাশিয়া সফরেও গিয়েছেন প্রধানমন্ত্রী। এই দীর্ঘ সময় ধরে ভারতের অবস্থান একচুলও বদলায়নি। নরেন্দ্র মোদি এবং ভারতের অন্যান্য প্রতিনিধি সাফ জানিয়েছেন, নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা মেটাক দু’পক্ষ। প্রসঙ্গত, কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ভারতে আসেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন l









    akb tv news 

    0512.2025

    3/related/default