ভবনস্ বরাবরই ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে গঠনমূলক অবদানের পাশাপাশি বিজ্ঞান চর্চাকেও সমান গুরুত্ব দিয়ে থাকে। এরই অঙ্গ হিসেবে ৪ ঠা ডিসেম্বর ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের নরসিংগড় ক্যাম্পাসে উদ্বোধন হল উচ্চ মানের অত্যাধুনিক টেলিস্কোপ। যা বিদ্যালয়ে মহাকাশ চর্চার বিকাশে এক নতুন সংযোজন। বর্তমানে স্পেইস রিসার্চ একটি বড় আগ্রহের বিষয়। আর ভবনস্ এই আগ্রহের কথা বিবেচনা করেই এই নবতম সংযোজন।
টেলিস্কোপের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মানস পাল, উদয়পুর সাইন্স সেন্টার থেকে ড. অয়ন সাহা, নরসিংগড় পঞ্চায়েতের প্রধান বিপ্লব দেবনাথ প্রমুখ।বিদ্যালয়ের অধ্যক্ষা তার স্বাগত বক্তব্যে বিজ্ঞান, আমাদের চিন্তার বিকাশ ও টেলিস্কোপ নিয়ে সংক্ষেপে আলোচনা করেন। অতিথিরা তাদের বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা, শিল্প-সাহিত্য ও বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের ব্যাপক সাফল্যের জন্য উচ্চ প্রশংসা করেন । এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় বিদ্যাভবন আগরতলা কেন্দ্রের মাননীয় চেয়ারম্যান তথা প্রাক্তন আই এফ এস শ্রী দেবাশিস চক্রবর্তী। তাঁর বক্তব্যে উঠে এসেছে টেলিস্কোপের মাধ্যমে শিক্ষার্থীদের মহাকাশ গবেষণা ও বিজ্ঞান চর্চার সুফল। এই টেলিস্কোপের হাত ধরে ভবনস্ এ বিজ্ঞান চর্চা আরো বেশি তরান্বিত হবে বলে আশাপ্রকাশ করা যায়।আরশিকথা ত্রিপুরা সংবাদ
৫ই ডিসেম্বর ২০২৫


.jpeg)

