আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজধানীর দুর্গা চৌমুহনী বাজার পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার ll AKB TV News*

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

    রাজধানীর দুর্গা চৌমুহনী বাজারকে স্লোটার হাউজে পরিণত করার জন্য শুক্রবার বাজারটি পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার l এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের আধিকারিক ও বাজার কমিটির সদস্যরা। পরিদর্শণ শেষে মেয়র জানান, রাজধানির কয়েকটি বাজারকে স্লোটার হাউজে পরিণত করার জন্য আগরতলা পুর নিগম সিদ্ধান্ত নিয়েছে l সেই মোতাবেক আমরা বিভিন্ন বাজার গুলি পরিদর্শণ করছি l এর মূল কারণ হল বিভিন্ন জায়গায় রাস্তার পাশে মাংস কেটে বিক্রি করা হচ্ছে l যা নিয়ম বহির্ভূত l সেই অনুসারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাজারে আমরা স্লটার তৈরী করব l তার জন্যই এখানে এসেছি বলে তিনি জানান l











    akb tv news 

    12.12.2025

    3/related/default