আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনায় আটজনের মৃত্যু ll প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে আটজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে l এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর দপ্তর এক্স-এ পোস্ট করে জানায়, অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় বাস দুর্ঘটনায় প্রাণহানিতে আমরা মর্মাহত। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে বলে জানানো হয়েছে। জানা গেছে, শুক্রবার ভোরের দিকে চিন্তুর–নারেদুমিল্লি ঘাট রোডে দুর্ঘটনাটি ঘটে। তীক্ষ্ণ বাঁক ও দুর্গমতার জন্য পরিচিত এই রাস্তায় ৩৭ জন আরোহী নিয়ে বেসরকারি একটি বাস গভীর খাঁদে পড়ে যায়। এরমধ্যে দুজন চালক ছিলেন l প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক একটি বাঁক ঠিকমতো নিতে না পারায় বাসটি সেফটি ওয়ালে ধাক্কা খেয়ে খাদে গড়িয়ে পড়ে। চিত্তুর জেলার তীর্থযাত্রীদের দলটি তেলেঙ্গানার ভদ্রাচলম মন্দির দর্শনের পর কাকিনাডার অন্নাভরম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল বাসে করে।ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধার কাজে দেরি হয়। এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় দুর্ঘটনার খবর প্রথমে দেরিতে পৌঁছায় মথুগুড়া থানায়। খবর পেয়ে পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নেমে পড়ে। আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিন্তুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু গভীর শোক প্রকাশ করে দ্রুত রিপোর্ট তলব করেন।









    akb news 

    12.12.2025

    3/related/default