আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সিভিল হাসপাতালের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করলেন মেয়রll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আগরতলা পুর নিগম এলাকায় সিভিল হাসপাতালের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করতে শুক্রবার সেখানে গেলেন মেয়র সহ বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকরা। প্রসঙ্গত জানা যায় নিগমের টার্গেট ছিল ডিসেম্বর ২৫ তারিখ এই হাসপাতালটিকে চালু করার। কিন্তু শুক্রবার মেয়র দীপক মজুমদার সহ স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে , এন এইচ এম মিশন ডাইরেক্টর সাজু ওয়াহিদ, ২০ নং ওয়ার্ড কর্পোরেটর রত্না দত্ত সহ একটি টিম পরিদর্শন শেষে জানা যায় যে আনুষ্ঠানিক উদ্বোধন আরও কয়েক মাস পড়ে করা হবে বলে। উল্লেখ্য যে মুম্বাই নাগরিক সংস্থার অনুকরণে, আগরতলা পুর নিগম রাজ্যের রাজধানী আগরতলার জ্যাকসন গেটের কাছে পুরনো পুর নিগম অফিসে নিগমের ব্যবস্থাপনায় ১৮,০০০ স্কয়ার ফুট জায়গার উপর পুরানো বিল্ডিং এ সিটি হাসপাতাল নির্মাণের উদ্দেশ্যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হাত ধরে ভিত্তিপ্রস্থর স্থাপনের পর কাজ চলছে। রাজ্যের প্রধান দুটি হাসপাতাল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল ও গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে রোগীর চাপ কমাতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। এই হাসপাতালে ৫০টি শয্যা থাকবে। শহরের পাশাপাশি রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে আগত রোগীরাও এই হাসপাতালে স্বাস্থ্য সেবা পেতে পারবেন। এইভাবে, দুটি রেফারেল হাসপাতাল - আইজিএম এবং জিবিপি হাসপাতাল - এর উপর বোঝাও কমে যাবে। কিন্তু উদ্বোধনের লক্ষ্যে যখন শুক্রবার সরেজমিনে কাজ পরিদর্শন করেন মেয়র সহ পুরো টিমের সদস্যরা এর পরই পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কিছুটা কাজ বাকি থাকায় আগামী দু তিন মাসের ভেতর এই হাসপাতালটি রাজ্যবাসীর উদ্দেশ্যে সমর্পণ করা হবে। তিনি আরো বলেন শহরে যে সাতটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেগুলি এই সিভিল হাসপাতালের মাধ্যমে পরিচালিত হবে। এই সিভিল হাসপাতালটি চালু হলে শহর ও শহরতলীর স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টাতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। রাজ্য সরকারের অর্থানুকুল্যে তৈরি হচ্ছে এই হাসপাতালটি। কিন্তু পরিচালনার দায়িত্বে থাকবে পুর নিগম।













    akb tv news 

    05.12.2025

    3/related/default