শুক্রবার বেলা ১১ ’টায় খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে‚ এবং খোয়াই বিদ্যালয় পরিদর্শকের সার্বিক সহযোগিতায় খোয়াই বি‚আর‚সি‚ হলে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে প্রাণীদের প্রতি প্রতিরোধমূলক আচরণ, কামড়ের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা, এবং তাৎক্ষণিক রিপোর্টিং প্রটোকল বিষয়ক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক স্বপন সরকার‚ মূখ্য আলোচক হিসেবে প্রানী সম্পদ উন্নয়ন দপ্তর থেকে আগত ড. আলোপ্তি ভৌমিক‚ সম্মানিত অতিথি হয়ে খোয়াই সি‚এম‚ও‚ অফিস থেকে আগত ড. মানসি দেব্বর্মা‚ উদ্যোগ এন‚জি‚ও’র প্রতিনিধি সৌর প্রতিম শর্ম্মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পৌরহিত্য করেন খোয়াই বি‚আর‚সি‚ কো-অর্ডিনেটর মনোজ দেব্বর্মা। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসীন অতিথিরাকে উত্তরীয় পড়িয়ে ও ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এরপর অতিথিরা মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন।
স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক স্বপন সরকার‚ পরপর বক্তব্য রাখেন সৌর প্রতিম শর্ম্মা‚ ড. মানসি দেব্বর্মা‚ এবং অনুষ্ঠানের মূখ্য আলোচক ড. আলোপ্তি ভৌমিক। ড. ভৌমিক বলেন‚ “সচেতনতাই পারে একটা সুস্থ সমাজ গঠন করতে। পথে কুকুর দেখলে ভয় পেলে হবে না‚ বরং সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। যদি কুকুর কোনও ছাত্রছাত্রীকে আক্রমণ করে‚ তাহলে বাড়িতে গিয়ে সঙ্গেসঙ্গেই অভিভাবকদের জানাতে লাগবে‚ সাবান দিয়ে ক্ষতস্থান ভালো করে ধুয়ে নিতে হবে‚ এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসাকে শরণাপন্ন হতে হবে। বাড়ীতে কুকুর‚ বেড়াল থাকলে তাদের সময়মতো ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিতে লাগবে‚ এবং তাদেরকে লিস্ট ট্রেনিং করানোর মধ্য দিয়ে পোষ মানাতে হবে‚ খেয়াল রাখতে লাগবে।”
সবার অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বতোভাবে সফল হয়ে উঠেছে‚ ফলপ্রসূ হয়েছে।







.jpeg)
.jpeg)
.jpeg)


