নিজস্ব প্রতিনিধিঃ
জীবন ধারার ক্ষেত্রে নিয়ম কানুন তৈরি হয় সাধারণ
মানুষের জীবনকে সহজ করে তোলার জন্য। তা মানুষকে
হেনস্তা করার জন্য নয়। ইন্ডিগো বিপর্যয়ের আবহে এনডিএ সাংসদদের বৈঠকে এই কড়া বার্তাই
দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, এই বার্তার মধ্যে দিয়ে
কি নিজের প্রশাসনেরই সমালোচনা করলেন প্রধানমন্ত্রী? এই বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি প্রকারান্তরে বুঝিয়ে দিলেন, আইনকানুনে কোনও ভুল নেই।
ভুল সেই সব আইন কানুনের প্রয়োগে হয়েছে। ঘটনাচক্রে, বর্তমানে কেন্দ্রীয় অসামরিক বিমান
পরিবহণ মন্ত্রকের দায়িত্বে যিনি, সেই রামমোহন নায়ডু এনডিএ-র শরিক দল টিডিপির সাংসদ।ইন্ডিগোর
উড়ান বাতিলের জেরে যাত্রী হয়রানি এখনও পুরোপুরি শেষ হয়নি। এই পরিস্থিতিতে বিমান সংস্থার
বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহন করা হবে বলে সোমবারই রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক
বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু। এদিকে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও জানালেন,
এনডিএ সাংসদদের বৈঠকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরেন বলেন, “মানুষের
যাতে দুর্ভোগ না হয়, তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। নিয়মবিধি যা রয়েছে, তা
সবই ভালো। কিন্তু এই সব নিয়মবিধি বানানো হয় গোটা ব্যবস্থাকে আরও ভালো করার জন্য। মানুষকে
হেনস্তা করতে নয়।”
akb tv news
09.12.2025

-1765045866510_v.webp)