আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিএলও-দের নিরাপত্তা দিতে হবে।। জানাল সুপ্রিম কোর্ট।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    পশ্চিম বাংলার বিএলও-দের নিরাপত্তা নিয়ে বরাবরই উদ্বিগ্ন দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, অবিলম্বে পদক্ষেপ গ্রহন করতে হবে। কোনও সমস্যায় পড়লে মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে অভিযোগ জানাতে পারবেন বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।এসআইআর ইস্যুতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ছিল মামলার শুনানি। বিএলও-দের নিরাপত্তা দেওয়া হচ্ছে না বলে এদিন আদালতে সওয়াল করেছেন মামলাকারীর আইনজীবী। নির্বাচন কমিশনের দাবি, বিএলও-দের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা শুনেছি কমিশনের চাপে বিএলও-রা আন্দোলন করছেন। সিইও অফিস ঘেরাও করা হয়েছে। এটা শুধু ডেস্ক জব নয়। তাঁদের বাড়ি বাড়ি যেতে হচ্ছে। তাই এই কাজটা বেশি। তাঁরা চাপে আছেন।”মামলাকারীর আইনজীবী বলেন, “রাজ্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে নিরাপত্তা দিতে। তাই সিআরপিএফ চেয়ে আমরা চিঠিও লিখেছি।” রাজনৈতিক চাপ আছে বলেও দাবি করেছেন তিনি। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “বিএলও-রা হুমকির মুখে আছেন। এটা একটা সিরিয়াস বিষয়। বিএলও-দের নিরাপত্তা দিতে হবে।”অতিরিক্ত চাপের যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, গড়ে প্রতিদিন ৩৭ জন ভোটারের দায়িত্ব নিতে হচ্ছে বিএলও-দের। দিনে ৭-৮টি বাড়ি ঘুরলেই সেই কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিচারপতি বাগচী স্পষ্ট বলেন, ‘‘বিএলও-দের উপর যেন অতিরিক্ত চাপ না আসে। তাঁরাই মূল কাজটি করছেন। প্রয়োজনে বিএলও-র সংখ্যা বাড়ানো হোক।’












    akb tv news 

    09.12.2025


    3/related/default