নিজস্ব প্রতিনিধিঃ
SIR-এর কাজের চাপে মহা দুর্দশায় বর্তমানে বিএলও-রা। কাজের চাপে
কেউ অসুস্থ হচ্ছেন। কোথাও কোথাও আবার আত্মহত্যারও খবর আসছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ
করেছে দেশের সুপ্রিম কোর্ট। তবে এই সব দুর্দশার জন্য নির্বাচন কমিশনকে নয়, বরং
সংশ্লিষ্ট রাজ্য সরকারকেই ঘুরিয়ে দায়ী করছে শীর্ষ আদালত। এব্যাপারে শীর্ষ আদালত
বলছে, যে পরিমাণ কর্মী SIR-এর কাজ করছেন, সেটার চেয়ে অনেক বেশি কর্মী নিয়োগ করা
যেত।সম্প্রতি বিএলও-দের কাজের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টে মামলা
দায়ের করেছিল তামিলনাড়ুর বিজয়ের দল টিভিকে। তাদের দাবি, নির্বাচন কমিশন বিএলও-দের
উপর অমানবিক চাপ দিচ্ছে। কমিশন জোর করে বিএলও-দের উপরে কাজ চাপাচ্ছে।
জনপ্রতিনিধিত্ব আইনের ৩২ নম্বর ধারার ভয় দেখানো হচ্ছে। ওই আইন অনুযায়ী কোনও বিএলও
বা নির্বাচনী আধিকারিকের কর্তব্যে গাফিলতি ধরা পড়লে দু’বছরের জেল পর্যন্ত হতে
পারে। সেই ভয়েই কাজের চাপে অসুস্থ হচ্ছেন বিএলওরা।ওই মামলায় বিএলওদের
পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলছে, কোনও বিএলও
বৈধ কারণ দেখিয়ে কাজ থেকে অব্যাহতি চাইলে, বিশেষত কেউ অসুস্থ হলে, তাঁকে ছুটি
দেওয়া হোক। দরকারে তাঁর বদলে অন্য কাউকে বিএলও নিয়োগ করতে হবে। প্রধান বিচারপতি
সূর্য কান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলছে, “যদি ভোটের কাজে অতিরিক্ত কর্মীর
প্রয়োজন হয়, তাহলে রাজ্য সরকার সেই কর্মী জোগান দিতে বাধ্য।”

