নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন রাজ্যের শ্রম মন্ত্রী টিংকু রায়। এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস ও প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার উপস্থিত ছিলেন।৪টি নতুন কেন্দ্রীয় সরকারের শ্রম কোড নিয়ে মন্ত্রী টিংকু রায় সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিগত সময়ে যে ২৯টি কোড ছিল সেগুলির সঙ্গে মার্চ করে একসঙ্গে সেই চারটি কোডে নিয়ে আসা হয়েছে। তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে, যে সকল শ্রম কোড গুলি ছিল এক হয়তো ব্রিটিশ আমলে তৈরী করা। আর নয়তো স্বাধীনতার প্রথম দশকে তৈরি করা যে কোড গুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাবে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা ছিল। সে গুলিকে একত্র করে এখন ৪টি নতুন শ্রম কোড তৈরি করা হয়েছে।নয়া শ্রম কোড অনুসারে এখন সম কাজে সম বেতন করা হয়েছে বলে তিনি জানান।

