আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বামেদের ৪৫ বছরের দূর্গ ফেলে দিল গেরুয়া শিবির।। উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের পুরসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এবং সিপিএম নিয়ন্ত্রিত এলডিএফ জোটকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নিল বিজেপি। বামেদের ৪৫ বছরের দূর্গ ফেলে দিল গেরুয়া শিবির। গত ৯ এবং ১১ই ডিসেম্বর দু’দফায় কেরলে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চায়েত ও পুরভোট। শনিবার ছিল ফলাফল ঘোষণার দিন। মোট ১১৯৯টি পুরসভা ও ত্রি-স্তর পঞ্চায়েতে ভোট হয়েছে। যার মধ্যে ৬টি পুর নিগম, ৮৬টি পুরসভা, ১৪টি জেলা পরিষদ, ১৫২টি ব্লক পঞ্চায়েত এবং ৯৪১টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মোট আসনের সংখ্যা ২৫ হাজার। কেরলের এই  আঞ্চলিক ভোটেই তাক লাগিয়ে দিয়েছে গেরুয়া শিবির। ‘দখিনা হাওয়ায়’ ভেঙে পড়েছে এলডিএফ-এর দূর্গ। এই তিরুবনন্তপুরম কর্পোরেশনের মোট ১০১টি ওয়ার্ডের মধ্যে ৫১টি ওয়ার্ড গিয়েছে এনডিএ জোটের থলিতে। বামফ্রন্ট এগিয়ে রয়েছে ২৯টি ওয়ার্ডে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর থলিতে গিয়েছে ১৯টি ওয়ার্ড। দু’টি ওয়ার্ডে জিতেছে দু’জন নির্দলীয় প্রার্থী। বাকি একটি ওয়ার্ডে নির্বাচন হয়নি। ইতিমধ্যে তিরুবনন্তপুরমের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শুভেচ্ছা জানিয়েছেন এই আঞ্চলিক নির্বাচনে দিবারাত্রি পরিশ্রম করা কার্যকর্তাদেরও।’ কার্যকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এতদিন যে পরিশ্রম করলেন, আজ সেগুলির স্মৃতিচারণের দিন। আমি প্রতিটি বিজেপি কার্যকর্তাকে শুভেচ্ছা জানাই। এই সাফল্য সেই পরিশ্রমেরই ফলাফল।’

     

     

     






    akb tv news 

    14.12.2025


    3/related/default