আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিষাক্ত ধুলোর চাদরে দিল্লী।। GRAP-4 কার্যকর।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

     ক্রমশ ভয়াবহ আকার নিয়েছে রাজধানী দিল্লির বায়ু দূষণ। শহর জুড়ে কার্যত বিষাক্ত ধুলোর চাদরে ঢেকে গিয়েছে আকাশ। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড-এর তথ্য অনুযায়ী, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছেছে ৪৮৮-এ, যা ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের মধ্যে পড়ে।পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দিল্লি-এনসিআর জুড়ে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান -এর চতুর্থ তথা সর্বোচ্চ স্তর কার্যকর করেছে। এর ফলে একাধিক কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।GRAP-4 কার্যকর হওয়ায় নির্মাণ ও ভাঙচুর সংক্রান্ত কাজ বন্ধ রাখা, দূষণ সৃষ্টিকারী শিল্পে নিয়ন্ত্রণ এবং যান চলাচলে অতিরিক্ত বিধিনিষেধ আরোপের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের অপ্রয়োজনে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।দূষণের এই মারাত্মক পরিস্থিতি কতদিন স্থায়ী হবে, তা নির্ভর করছে আগামী দিনের আবহাওয়ার উপর। আপাতত রাজধানী বাসীকে সতর্ক থাকার পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে দিল্লী প্রশাসন।













    akb tv news 

    14.12.2025


    3/related/default