আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আর জি কর নিয়ে দায়ের করা মামলা ছাড়ল সুপ্রিম কোর্ট।।AKB TV News

    আরশি কথা



    নিজস্ব প্রতিনিধি,

    বহু বিতর্কিত আর জি কর নিয়ে দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলা ছাড়ল দেশের সুপ্রিম কোর্ট।  এবার থেকে এই মামলার শুনানি কলকাতা হাই কোর্টে হবে বলেই নির্দেশ।এর পাশাপাশি অভয়ার বাবা-মা’কেও আর জি কর মামলার স্টেটাস রিপোর্ট দিতে হবে বলেও নির্দেশ শীর্ষ আদালতের।বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে আর জি কর মামলা কলকাতা হাই কোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে মামলার কাগজপত্রও যাতে হাই কোর্টে পাঠানো হয়, তাও নির্দেশে জানানো হয়েছে। তবে হাই কোর্টের কোন বেঞ্চে, কবে শুনানি হবে তা এখনও জানা যায়নি।প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ই আগস্ট আর জি কর হাসপাতাল থেকে এক মহিলা জুনিয়র চিকিৎসকের নিথর দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। যদিও এর মধ্যেই কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের হয়। আলাদাভাবে ঘটনার গুরুত্ব বুঝে সুপ্রিম কোর্টও স্বতঃপ্রণোদিত মামলা করে। বেশ কয়েক দফায় এই সংক্রান্ত মামলার শুনানি হয়। তদন্তের অগ্রগতি জানিয়ে সিবিআইকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 








    akb tv news 

    17.12.2025


     


    3/related/default